নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৩ লাখ ৩৫ হাজার ৮৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৫ কোটি ৮৫ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ১৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
সী পার্ল বীচ ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
মেট্রো স্পিনিং ৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রামীণফোন ২ কোটি ৫২ লাখ, লাফার্জহোলসিম ১ কোটি ৩৯ লাখ, ন্যাশনাল ব্যাংক ১ কোটি ২৪ লাখ, পাওয়ার গ্রীড ৩ কোটি ২০ লাখ, শাইনপুকুর সিরামিকস ২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।