পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ১৩ কোটি ৫৮ লক্ষ ৫৬ হাজার ৫০৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৯১ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার ২২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১.৯৭ পয়েন্ট বেড়ে ৫২৩৫.৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.০৬ পয়েন্ট কমে ১৮৫৬.৯৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.০৫ পয়েন্ট বেড়ে ১১৩৮.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবরেটোরিজ, ফার ইস্ট নিটিং, ই-জেনারেশন, গোল্ডেন সন, বীচ হ্যাচারী, আলিফ ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বীচ, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা ও প্রগতী লাইফ ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আফতাব অটোস, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই, গ্লোবাল হেভী কেমিক্যালস, অলিম্পিক এক্সেসোরিজ, মুন্নু ফেব্রিক্স, ন্যাশনাল ফিড মিল, ইভিন্স টেক্সটাইল, ফু-ওয়াং সিরামিক ও এশিয়াটিক ল্যাবরেটোরিজ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সোনালী পেপার, কোহিনূর কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, মেঘনা সিমেন্ট, ফার্মা এইড, খান ব্রাদার্স পিপি, জুট স্পিনার্স, আইসিবি গোল্ডেন জুবিলী মি. ফা., হামী ইন্ডাস্ট্রিজ ও নিটল ইন্স্যুরেন্স।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৬০৯৫৭০৬৫৯১০.০০।


