মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে উখিয়া উপজেলা পরিষদের নির্বাচন গতকাল সম্পন্ন হলেও বাইক চেয়ারম্যান পদে ফলাফল বিলম্ব ঘোষণা নিয়ে নানা নাটকীয়তা সহ উপজেলা পরিষদের জনতার বিক্ষোভ ও মিছিলের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা কন্টোলরুম থেকে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান চেয়ারম্যান পদে জাহাঙ্গীর কবির চৌধুরীকে চূড়ান্ত ফলাফলে বিজয়ী ঘোষনা করেন। আনারস মার্কার প্রাপ্ত ভোট হচ্ছে ৩৮ হাজার ৫ শত ২৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর চৌধুরী মোটরসাইকেল প্রতীকে প্রাপ্ত ভোট হচ্ছে ২৭৫১২।
অনেক নাটকীয়তার পর রাত ১০টা ৪৫ মিনিটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীন আক্তারকে হাস মার্কাকে বিজয়ী ঘোষণা করা হয়। তার প্রাপ্ত ভোট হচ্ছে ২৭ হাজার ৪৭৫।তার নিকটতম প্রতিদ্বন্দ কামরুন্নেসা বেবী কলসি প্রতীক প্রাপ্ত ভোট ২৬ হাজার ৯৬০।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক রাসুল চৌধুরী তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে। প্রাপ্ত ভোট হচ্ছে ২২ হাজার ৫৯৫। তার নিকটতম প্রার্থী কামাল উদ্দিন মিন্টু মাইক প্রতীকে প্রাপ্ত ভোট হচ্ছে ১৮ হাজার ৮০৮।