October 9, 2024 - 4:16 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশনিখোঁজ হওয়া শার্শার জালালের মরদেহ মিলল নড়াইলের সড়কে

নিখোঁজ হওয়া শার্শার জালালের মরদেহ মিলল নড়াইলের সড়কে

spot_img

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা থেকে নিখোঁজ হওয়া রেজানুর রহমান জালাল (৭৪) নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ নড়াইলের সড়ক থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

বুধবার (২৯ মে) সকাল ১০টার দিকে যশোর-নড়াইল সড়কের দুর্বাজুড়ি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে তুলারামপুর হাইওয়ে পুলিশ। নিহত রেজানুর বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায়।

পুলিশ জানায়, সকালে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তুলারামপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের জামার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার প্রাথমিক পরিচয় পাওয়া যায়।

নিহতের শ্যালক শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা বিষয়টি নিশ্চিত কলে বলেন, আমার বড় দুলা ভাই একজন বীর মুক্তিযোদ্ধা। তার মাথায় একটু সমস্যা ছিল। মঙ্গলবার সকালের দিকে শার্শার শ্যামলাগাছী বাড়ি থেকে বের হন তিনি। এরপর তিনি রাতে আর বাসায় ফেরেননি। ওই রাতেই তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে দুলা ভাইয়ের মরদেহ নড়াইলের সড়কে পড়ে থাকার খবর পান বলে জানান তিনি।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বলেন, ভোরের দিকে কোনো অজ্ঞাত গাড়ি ধাক্কায় রেজানুরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ