October 7, 2024 - 9:28 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাঋষভের আরোগ্য কামনায় মন্দিরে টিম ইন্ডিয়া

ঋষভের আরোগ্য কামনায় মন্দিরে টিম ইন্ডিয়া

spot_img

স্পোর্টস ডেস্ক : হাসপাতালের বিছানায় রয়েছেন ঋষভ পন্থ। অনেকটাই সুস্থ হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার। তবুও তাঁর বন্ধুদের চিন্তা কিন্তু কাটছে না। আর তাই মধ্যপ্রদেশে খেলতে গিয়ে সতীর্থ ঋষভের আরোগ্য কামনায় উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিলেন সূর্য কুমার যাদব, কুলদীপ যাদব ও ওয়াসিংটন সুন্দর। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি ধাক্কা মারে হাইয়ের ডিভাইডারে। কোনওক্রমে প্রাণ বাঁচেন ঋষভ। প্রথমে দেরাদুনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে উড়িয়ে আনা হয় মুম্বাইয়ে। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি তিনি। দিন কয়েক আগেই লিগামেন্টে টানা তিন ঘণ্টার অস্ত্রোপচার হয় তাঁর। তারপর প্রথমবার সাপোর্টে ভর করে বিছানা ছেড়ে উঠেও দাঁড়িয়েছিলেন ২৫ বছরের তারকা। এরপর ১৬ জানুয়ায়রি নিজের সুস্থতার কথা টুইটারে জানিয়েছিলেন এই তারকা।

২৪ জানুয়ারি মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। কিউইদের ৩-০ ব্যবধানে একদিনের সিরিজে উড়িয়ে দেওয়ার আগে সূর্য কুমার যাদব বলেন, “ঋষভের দ্রুত আরোগ্য কামনার জন্যই আমরা পুজো দিতে এসেছিলাম। ওর দ্রুত দলে ফেরা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।” ম্যাচ সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, “আমরা ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছি। তবে আমাদের লক্ষ্য হল ৩-০ ব্যবধানে একদিনের সিরিজে জয়। সেই টার্গেট নিয়েই আমরা মাঠে নামব।”

দুই হাঁটুর তিনটি লিগামেন্টে অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ আছেন তরুণ উইকেটকিপার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, আগামি কয়েক দিনের মধ্যেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট থেকে ছুটি পাবেন তিনি। তাঁর চিকিৎসকদের দাবি, আর নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

বিসিসিআই-এর একটি সূত্রের দাবি, “ঋষভ পন্থের হাঁটুর তিনটি লিগামেন্টই (অ্যান্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট ও মেডিক্যাল কোলাটেরাল লিগামেন্ট) ছিঁড়ে গিয়েছিল। এই তিন লিগামেন্টে এসিএল, পিসিএল এবং এমসিএল-এ ফের অস্ত্রোপচার করা হয়েছে। তবে এসিএল ও এমসিএল ঠিক করার জন্য প্রয়োজন আরও একটি অস্ত্রোপচার। তবে এখনই সেই অস্ত্রোপচার করার দরকার নেই।”

তবুও বুঝতে অসুবিধা নেই যে ঋষভের মাঠে ফিরতে প্রায় ছয় মাসের বেশি সময় লেগে যাবে। শোনা যাচ্ছে এখন অনেকটা সুস্থবোধ করছেন ঋষভ। তাই তাঁকে আগামি দুই সপ্তাহের মধ্যে ছুটি দেওয়া হতে পারে। এরপর তাঁর রিহ্যাব শুরু হবে।

এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক সেই বোর্ড কর্তা ফের বলেন, “লিগামেন্ট পুরো ঠিক হতে অন্তত চার-ছয় সপ্তাহ সময় লেগে যায়। এরপর ওকে সুস্থ করে তোলার জন্য রিহ্যাবের মধ্যে দিয়ে যেতে হবে। রিহ্যাব ও পেশির জোর বাড়ানোর জন্য ঋষভের আরও দুই মাস লাগতে পারে। সেই পর্ব মিটে যাওয়ার পরেই ও মাঠে নামতে পারবে। ফলে চার-ছয় মাসের আগে ওর পক্ষে মাঠে নামা কিছুতেই সম্ভব নয়।” সূত্র-জিনিউজ।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ