রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস পিএলসির শেয়ারহোল্ডার পরিচালক বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির এই পরিচালকের হাতে থাকা ৩ কোটি ২ লাখ ৯২ হাজার ২১১টি শেয়ারের মধ্যে ১৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি এবং আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সিএসইর পাবলিক/ব্লক মার্কেটে ঘোষিত এই শেয়ার বিক্রি সম্পন্ন করবে।
গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৩৩.৮০ টাকা থেকে ৪৯.৯০ টাকা। ৪-৪-২০২৪ এ ওপেনিং দর ছিল ৩৭.৩০ টাকা, ঐ দিনে দর উঠানামা হয়ে ছিল ৩৬.৪০ টাকা থেকে ৩৭.৩০ টাকার মধ্যে এবং শেষ সমাপনী দর ছিল ৩৬.৫০ টাকা। ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস পিএলসি বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে।


