October 7, 2024 - 1:19 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিচকরিয়ায় উপনির্বাচনে জয়ী হলেন যারা

চকরিয়ায় উপনির্বাচনে জয়ী হলেন যারা

spot_img

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় উপনির্বাচনে ইউপি সদস্য পদে বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এছাম উদ্দিন বাহাদুর,কৈয়ারবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোজাম্মেল হক এবং চিরিংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এর মধ্যে চিরিংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত এসব ইউনিয়নের ওয়ার্ডগুলোতে ভোট গ্রহণ চলে।সন্ধ্যায় ভোট গণনা শেষে নিজ নিজ ওয়ার্ডের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাগণ নির্বাচিতদের নাম ঘোষণা করে।

বদরখালী ইউনিয়নে ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন ২জন।বদরখালী ৪নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্য দুই হাজার পাঁচ শত ৩১ ভোট।কৈয়ারবিল ইউনিয়নে ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন ৪ জন।উক্ত ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিল মোট ৯৫৭ জন

উক্ত উপনির্বাচনে ওয়ার্ড ২টিতে ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন পুলিশ কর্মকর্তাসহ স্ট্রাকিং ফোর্স আনসার সদস্যরা দায়িত্ব পালন করে।এছাড়া এ নির্বাচনে সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। 

উল্লেখ্য যে, এসব ইউনিয়নে তিন জন ইউপি সদস্যর মৃত্যুতে উক্ত ওয়ার্ডগুলোর পদ শুন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।উক্ত নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্যগণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ওয়ার্ড গুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ