December 19, 2025 - 7:27 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদসোশ্যাল ডায়ালগ অ্যাওয়ার্ড-২০২৩ পেল ছয়টি কারখানা

সোশ্যাল ডায়ালগ অ্যাওয়ার্ড-২০২৩ পেল ছয়টি কারখানা

spot_img

কর্পোরেট ডেস্ক: কারখানা ব্যবস্থাপনা, কর্মপরিবেশ উন্নয়ন ও কর্মীদের নিরাপত্তায় সংলাপ ও অংশগ্রহণের সংস্কৃতি তৈরিতে দুর্দান্ত অবদানের জন্য টেক্সটাইল ও চামড়া খাতের ৬টি কারখানা সোশ্যাল ডায়ালগ অ্যাওয়ার্ড বা সামাজিক সংলাপ পুরস্কার-২০২৩ পেয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। ৩১ টি কারখানায় ১৩৬টি ব্যবস্থা নেয়ার বিষয়ে প্রতিযোগিতায় তুলে ধরা হয়। এসব ব্যবস্থা কর্মক্ষেত্র উন্নয়নে প্রতিষ্ঠানগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশি বেশি সংলাপকে সামনে নিয়ে আসে। নিজেদের লক্ষ্য অর্জনে গত দেড় বছরে এসব কারখানা কমপ্লায়েন্সের বাইরেও অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে আছে বেশি বেশি অংশ গ্রহণ, নিরাপত্তা এবং হয়রানিবিরোধী কমিটিকে যুক্ত করে সংলাপের আয়োজন করা।

বিজয়ী কারখানাগুলোর মধ্যে আছে: পার্টিসিপেশন কমিটির মাধ্যমে অনলাইনে ডাক্তারের পরামর্শ (স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ ও চর্মরোগ বিশেষজ্ঞ) সেবা চালুর জন্য পিকার্ড বাংলাদেশ লিমিটেড জিতেছে অংশগ্রহণে সামাজিক সংলাপ পুরস্কার। সন্তানসম্ভবা নারীদের জন্য বিশেষ চেয়ার সুবিধা চালুর জন্য রানার আপ হয়েছে ব্লু ওশান ফুটওয়ার লিমিটেড (Blue Ocean Footwear Ltd)।

নিরাপত্তা কমিটির জন্য সোশ্যাল ডায়ালগ সেফটি কমিটি পুরস্কার গেছে আমানা নিটেক্স এর হাতে। সুইং অপারেটরদের জন্য ব্যাক সাপোর্ট চেয়ারের ব্যবস্থা করেছে তারা। সব কর্মীদের জন্য ফ্রি চক্ষু পরীক্ষা সেবা চালুর জন্য দ্বিতীয় স্থান পেয়েছে ক্লিফটন টেক্সটাইল ও অ্যপারেলস লি.।

সোশ্যাল ডায়ালগের এন্টি হ্যারেসমেন্ট কমিটি পুরস্কার পেয়েছে নিট কনসার্ন লিমিটেড। তারা এন্টি হ্যারেসমেন্ট কমিটিকে ইউনিফর্ম দিয়েছে। এর মাধ্যমে কমিটির সদস্যরা সবার কাছে দৃশ্যমান এবং তাদের খুঁজে বের করা খুবই সহজ ছিল। কারখানার শ্রমিকদের স্যানিটারি ন্যাপকিন পরিবর্তনের জন্য জায়গা নির্ধারণ করে দেয়া এবং পানি সরবরাহের জন্য কারখানার একপাশে চেঞ্জ কর্ণার চালুর জন্য পুরস্কার পেয়েছে ক্লিফটন টেক্সটাইল ও অ্যাপারেলস।

টেক্সটাইল ও চামড়া খাতের টেকসই উন্নয়নের জন্য স্টাইল কর্মসূচিটি জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় এর পক্ষে বাস্তবায়ন করছে জার্মান সংস্থা জিআইজেড। সহযোগিতায় আছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন -বিজিএমইএ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন -বিকেএমইএ, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যারস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন -অব বাংলাদেশ এলএফএমইএবি। এসকল প্রতিষ্ঠানই এই পুরস্কারের উদ্যোক্তা। অনারেবল মেনশন পান লায়লা স্টাইল।

তৈরি পোশাক খাত, নাগরিক সমাজ, পোশাক শ্রমিক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জুরি বোর্ড এই মূল্যায়ন করেছে। তাদের মুল্যায়নের ওপর ভিত্তি করে তিনটি চ্যাম্পিয়ন ও তিনটি রানারআপ চূড়ান্ত করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সোমবার, ৪ মার্চ বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আলোচনার মধ্যে শুধুই কর্মীদের অংশগ্রহণ কিংবা কমপ্লায়েন্সের ওপর গুরুত্ব দেয়া হয়নি, গুরুত্ব দেয়া হয়েছে এই উদ্যোগের সঙ্গে কারখানার কমিটিগুলোর অংশগ্রহণের ওপর। অধিকাংশ কারখানাতেই কমিটি থাকলেও কারখানায় অংশগ্রহণের সংস্কৃতি তৈরি ও কার্যকারিতা তৈরির ক্ষেত্রে ভিন্নতা থাকে। এই তারতম্যের কারণে কারখানাগুলোতে কমিটিগুলোর গুরুত্বপূর্ণ অংশগ্রহণ, তাদের দক্ষতা এবং চেষ্টার উপর গুরুত্ব দিতে হবে। কারণ পিতৃতান্ত্রিক সমাজে নারী কর্মীদের জন্য কোনো পরিবর্তন আনা অনেক কঠিন ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।

জেন্ডার সমতার ক্ষেত্রে কারখানাগুলোর কমিটির ২৫ শতাংশকে লিঙ্গ ভিত্তিক বিষয়ে কাজ করার ক্ষমতা দিয়েছে স্টাইল। তারা হয়রানি ও বঞ্চনার বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে। এটা শুধুমাত্র কর্মীদের সমস্যা সমাধানে সাময়িক কাজ করে না, টেকসই সমস্যা সমাধান করে কর্মীদের জন্য অন্তর্ভূক্তিমূলক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।

সামাজিক সংলাপ পুরস্কার আরএমজি খাতের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। শ্রমিকদের অবস্থার উন্নয়ন, জেন্ডার সমতা উন্নয়নকে উৎসাহিত করা এবং টেক্সটাইল ও চামড়া খাতে খোলামেলা সংলাপ ও আত্মবিশ্বাসমূক পদক্ষেপ তৈরিতে বড় ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

হাদিকে হত্যার প্রচেষ্টা : আগামী নির্বাচন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেরদিন রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো ভোটে সম্ভাব্য প্রার্থী, ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ...

নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে গ্যারেজ থেকে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা...

সিরাজগঞ্জ–৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে বেলকুচি...

বার্ষিক পরীক্ষা শেষে পড়াশোনার চাপ না থাকায় হাজিরার বিনিময়ে ছাত্ররা মাঠে

ঝিনাইদহ প্রতিনিধি: শ্রমিক সংকট কাটাতে কনকনে শীত আর কুয়াশাকে উপেক্ষা করে কৃষকের পাশাপাশি মাঠে নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার পর অবসর সময়টুকু কাজে...

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে...

সিরাজগঞ্জে প্রকাশ্যে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, যুবদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে প্রকাশ্যে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার...

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড....