October 8, 2024 - 10:42 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদবাংলাদেশ ব্যাংকের রপ্তানি ভর্তুকি নিরীক্ষা শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের রপ্তানি ভর্তুকি নিরীক্ষা শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত

spot_img

কর্পোরেট ডেস্ক: রাজধানীর নীলক্ষেতে আইসিএমএ ভবনে শনিবার (২৪ ফেব্রুয়ারি ) বিকাল ৪:০০ ঘটিকায় আইসিএমএবি এর শীর্ষস্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে ”রপ্তানি ভর্তুকি নিরীক্ষা” বিষয়ক একটি ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের যুগ্মপরিচালক সাগু্ফতা ইকবাল রপ্তানি ভর্তুকির সাধারণ নির্দেশাবলী, ভর্তুকি বিতরণ ও এতদসংক্রান্ত অনিয়ম নিয়ে আলোকপাত করেন। একই বিভাগের যুগ্মপরিচালক মোহাম্মদ আরাফাত আলী তৈরি পোশাক শিল্পে রপ্তানি ভর্তুকি বিতরণের নির্দেশনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণ প্রোগ্রামে আইসিএমএবি-এর সাবেক প্রেসিডেন্ট মোঃ আবদুর রহমান খান এফসিএমএ বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোঃ আখতারুজ্জামান এফসিএমএ, সেক্রেটারি এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ ও ট্রেজারার আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ সভায় উপস্থিত ছিলেন। আইসিএমএবি এর সকল এসোসিয়েট, ফেলো সদস্যবৃন্দ ও পেশাজীবীগণ নতুন একটি কর্মক্ষেত্র তৈরি হওয়ায় এই উদ্যোগকে সাধুবাদ জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ