October 9, 2024 - 12:22 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদএনসিসি ব্যাংক ও ন্যাশনাল পলিমারের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি

এনসিসি ব্যাংক ও ন্যাশনাল পলিমারের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি

spot_img

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক সোমবার (১৯ ফেব্রুয়ারি) ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ এর সাথে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ এর পরিবেশক/প্রতিনিধিগণ তাদের সংগৃহীত অর্থ দেশব্যাপী বিস্তৃত এনসিসি ব্যাংকের যেকোনো শাখা ও উপ-শাখার মাধ্যমে দ্রুততার সাথে নগদ লেনদেন মোডিউলের সুবিধা পাবেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রিয়াদ মাহমুদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের কর্পোরেট প্রধান মোহাম্মদ মহিবুল্লাহ খান, ইভিপি ও রিটেইল ফাইন্যান্স সেন্টারের প্রধান মোহাম্মদ রিদওয়ানুল হক, এসভিপি ও বসুন্ধরা শাখার ব্যবস্থাপক মোঃ তৈয়ব আলী খান ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ এর চীফ ফিন্যান্সিয়াল অফিসার আবু জাফর এফসিএ ও হেড অব কর্পোরেট ফাইন্যান্স মোঃ মাসুদ রানাসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ