November 26, 2024 - 2:46 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনে ভোটের মাঠে আ’লীগ নেতারা

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনে ভোটের মাঠে আ’লীগ নেতারা

spot_img

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: দলীয় বিভেদ ও বিশৃঙ্খলাপুর্ন ঝিনাইদহ আওয়ামী লীগে জেলা পরিষদ চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর পরাজয়ের পর একে একে ঝিনাইদহ পৌরসভা ও সর্বশেষ ঝিনাইদহ-২ আসনেও নৌকার ভরাডুবি ঘটে। এতে চাপের মুখে পড়ে নেতারা। ধারাবাহিক নৌকার এই পরাজয়ে কর্মীরা হতাশ হয়েছেন। অনেক নেতাকর্মী জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও স্বতন্ত্র সংসদ সদস্যের পক্ষে অবস্থান নিয়েছেন। এ অবস্থায় সামনে উপজেলা নির্বাচনকে ঘিরে দলের মধ্যে প্রকাশ্যে কোন কোন্দাল দেখা না গেলেও নেতৃত্বের দ্বন্দ নিয়ে নেতাদের মধ্যে রেশারেশি শুরু হয়েছে।

উপজেলা নির্বাচনের দিনক্ষন বা সম্ভভ্য তারিখ ঘোষিত না হলেও আওয়ামী লীগের সম্ভব্য প্রার্থীরা গনসংযোগ শুরু করেছেন। শহর বা গ্রামের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের ব্যানার ও প্লাকার্ড। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে খেলা জমে উঠতে পারে। ইতিমধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরওয়ার খাঁন সউদ, সাবেক পৌরসভার চেয়ারম্যান আ’লীগ নেতা আনিছুর রহমান খোকা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জে এম রশিদুল আলম, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুবলীগ নেতা নুরে আলম বিপ্লব ও বর্তমান উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশিদুর রহমান রাসেল। প্রার্থীদের মধ্যে নবীন ও প্রবিন নেতা এবারের ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। এই নামের বাইরেও আরো অনেকে প্রার্থী হতে পারেন।

ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরওয়ার খাঁন সউদ দলের একজন পরীক্ষিত নেতা। তিনি কোন নির্বাচনে মনোনয়ন চাননি। এই বৃদ্ধ বয়সে তিনি দলীয় ভাবে মুল্যায়ন চান। এ জন তিনি প্রার্থী হিসেবে শহরের বিভিন্ন স্থানে ব্যানার ঝুলিয়েছেন।

তিনি বলেন, সারা জীবন পরিচ্ছন্ন ভাবে রাজনীতি করেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে কত দুর্বিসহ দিন কাটিয়েছি। দল আমাকে মনোনয়ন দিলে আমি অবশ্যই জয়ী হতে পারবো। সাবেক পৌরসভার চেয়ারম্যান আ’লীগ নেতা আনিছুর রহমান খোকার রয়েছে ব্যক্তিগত পরিচিতি। রাজনীতিতে আসার আগে তিনি ডাকসাইটে সাংবাদিক ছিলেন। নিজের সম্পাদনায় একাধিক পত্রিকা বের করেছেন। এখনো বলা যায় লেখালেখির মধ্যেই আছেন। উপজেলার বিভিন্ন গ্রামে তার রয়েছে অনেক ভক্ত ও গুনগ্রাহী। তিনি প্রার্থী হলে হিসাব নিকাশ পাল্টে যেতে পারে।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দলের দুর্দিনের কান্ডারী জে এম রশিদুল আলম রাজনীতিতে একটি সফল নাম। তিনি দাপদের সংঙ্গে দল পরিচালনা করে গ্রামে গ্রামে ব্যক্তিগত ইমেজ গড়ে তুলেছেন। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। ঝিনাইদহ শহরের মোড়ে মোড়ে তার বড় বড় সাইনবোর্ড শোভা পাচ্ছে। ঝিনাইদহ জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় থাকলেও তিনি দলীয় সিদ্ধান্তের উপর অবিচল। দল যদি মনোনয়ন দেন তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তরুণ এই নেতা ইতিমধ্যে সারা জেলায় নিজের শক্ত অবস্থান তৈরী করেছেন। বিশেষ করে তরুণদের মধ্যে তার গ্রহনযোগ্যতা তৈরী হয়েছে।

যুবলীগ নেতা নুরে আলম বিপ্লব ইতিপুর্বে ভাইস চেয়ারম্যান পদে ভোট করে ৬৮ হাজার ভোট পেয়েছিলেন। তার ব্যক্তিগত ও দলীয় একটা ইমেজ আছে। রয়েছে তার নিজস্ব ভোট ব্যাংক। প্রার্থী হলে প্রতিপক্ষের জন্য তিনি ফলাফলের দিক থেকে ভয়ংকর হয়ে উঠতে পারেন। নুরে আলম বিপ্লব জনপ্রতিনিধি না হলেও নানা ধরণের সমাজসেবামুলক কাজে জড়িত আছেন। এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ অসহায় মানুষের পাশে দাড়িয়ে ব্যাপক সুপিরিচিত। অতিশয় ভদ্র, বিনয়ী ও শান্ত স্বভাবের মানুষ বর্তমান উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশিদুর রহমান রাসেল। ভাইস চেয়ারম্যান পদে ভোট করে তিনি বিপুল ভোটে জয়ী হন।

উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশিদ ইন্তেকাল করলে তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব সামলাচ্ছেন বেশ ভালো ভাবেই। তার পিতা এ্যাড আজিজুর রহমান ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। সে হিসেবে রাসেলের রয়েছে পারিবারিক ঐতিহ্য। নিজের ইমেজ ছাড়াও পিতার প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে রাসেল ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। স্বতন্ত্র বা দলীয় সে ভাবেই হোক প্রার্থী হলে তিনি জয়ী হয়ে আসতে পারবেন বলে জানান। এছাড়া ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বয়সে তরুণ এই নেতার জেলা জুড়ে রয়েছে বিশাল বন্ধু মহল। সব মিলিয়ে তার গ্রহনযোগ্যতা দলীয় অন্যান্য প্রার্থীদের চেয়ে কম নয় বলে অনেকে মনে করেন। এদিকে বিএনপি বা জামায়াত আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী হলে সেক্ষেত্রে জেলা আওয়ামীলীগ কি সিদ্ধন্ত নিতে পারে তা দেখার অপেক্ষায় রয়েছে সদর উপজেলার সাধারণ মানুষ।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন নামঞ্জুর...

কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (২৬ নভেম্বর)...

বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে সহায়তা করছে এমপাওয়ার ফাইন্যান্সিং

কর্পোরেট ডেস্ক: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আর্থিক সমস্যা সমাধানের লক্ষ্যে এমপাওয়ার ফাইন্যান্সিং ও ইউএস কমার্শিয়াল সার্ভিস ঢাকার গুলশানে অবস্থিত ইএমকে সেন্টারে একটি...

বাংলাদেশকে ৩০ লাখ ইউরো দিচ্ছে আইএলও

কপোরেট ডেস্ক : আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে ৩০ লাখ ইউরোর একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) । দেশীয়...

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড‌। এ সময় তাদের কাছ থেকে ৬টি ছুরি, ৬টি দা, ১টি এক...

মুনীর চৌধুরী-মোহাম্মদ জাকারিয়া পদক পাচ্ছেন যারা

বিনোদন ডেস্ক : বাংলাদেশে আধুনিক নাটকের জনক ও কৃতি বুদ্ধিজীবী-শিক্ষাবিদ-গবেষক শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর শততম জন্মদিন আগামীকাল ২৭ নভেম্বর। তাঁরই আদর্শে অনুপ্রাণিত থিয়েটার নাট্যগোষ্ঠী...

কে অ্যান্ড কিউয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০১ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টায় কোম্পানিটির পর্ষদ...

মানিকগঞ্জে কলকারখানার প্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলায় অবস্থিত কলকারখানার প্রতিনিধিগণের সাথে মতবিনময় সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে...