January 22, 2026 - 11:20 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশমৌলভীবাজারে দুর্ধর্ষ ডাকাতি মূল্যবান মালামাল লুট

মৌলভীবাজারে দুর্ধর্ষ ডাকাতি মূল্যবান মালামাল লুট

spot_img

তিমির বনিক” স্টাফ রিপোর্টার:মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে ভোরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। এসময় ডাকাতরা স্বর্ণ, মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।

রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের মৃত মোস্তফা মিয়া মহালদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রোববার ভোরে মুখে কালো কাপর বাঁধা অবস্থায় ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ ডাকাতদল ওই বাড়িতে হানা দেয়। এসময় একতলা ওই ঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে। পরে ভিতরের দরজা দিয়ে অন্যরা প্রবেশ করে। এসময় ঘরের সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ডাকাতদের প্রবেশের বিষয়টি আঁচ করতে পেরে সবার ঘুম ভাঙ্গে। ডাকাতরা প্রথমে মোস্তফা মিয়া মহালদারের ছোট ছেলে ও কমিউনিটি ক্লিনিক কর্মকর্তা মাজহারুল ইসলাম মনসুরের কক্ষে প্রবেশ করে তাদের ভয়ভীতি প্রদর্শন করে আলমারির তালা ভেঙ্গে সেখান থেকে ৬ থেকে ৭ ভড়ি স্বর্ণ ও নগদ ৩৫ হাজার টাকা লুট করে।

এসময় মাজহারুল ইসলাম মনসুর চিৎকার করলে ডাকাতরা তাঁর ৩ বছর বয়সী শিশু ফাইজা তাফসিন এর গলায় ছুরি দিয়ে হত্যার হুমকি দেয়।

ওই ঘটনার সময় পাশের রুমে থাকা মনসুরের বড় ভাই নাজমুল হক আলী থাকেন। সেখানের দরজার সামনেও অবস্থান নেয় ডাকাত দলের ৩ সদস্য। বিষয়টি বুঝতে না পেরে প্রথমে আলীর ধারণা তাঁর অসুস্থ মা ডাকছিলেন।

এসময় দরজা খুলে দেখেন সেখানে ডাকাতদলের ৩ জন দাঁড়ানো। দেখেই দরজা বন্ধ করে পিছনের জানালা দিয়ে তিনি ঘরে ডাকাত এসেছে বলে আশপাশের লোকজনকে চিৎকার করে ডাকাডাকি করতে থাকেন। ওই সময় ডাকাতরা আশেপাশের লোকজন চলে আসার ভয়ে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।

নাজমুল হক আলী বলেন, দেশীয় তৈরি দা সহ অস্ত্র সস্ত্রে সজ্জিত ডাকাতরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে স্বর্ণ, দু’টি মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা ভয়ভীতি দেখিয়ে লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের একজন নাম ধরে তাঁর ছোট ভাই মনসুরকে ডাকে বলেও জানা যায়।

খবর পেয়ে এরই মধ্যে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর থানা পুলিশের ওসি কে এম নজরুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বাড়ির লোকজন সহ আশপাশের লোকজনের সাথে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করছে।

পুলিশ ছাড়াও ওই ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা পরিদর্শনে সেখানে উপস্থিত হয়েছেন।জানা যায়, ওই গ্রামে ডাকাতির ঘটনা এবারই প্রথম। এর আগে এমন বড় ধরণের কোন চুরি কিংবা ডাকাতির ঘটনা খুব একটা ঘটেনি। শান্তিপূর্ণ গ্রামটিতে হটাৎ এমন ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত। ঘটনাস্থল পরিদর্শন করা পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছেন।

জানতে চাইলে মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ জানান, বিষয়টি দু:খজনক। আমরা এলাকাবাসীকে নিয়ে বৈঠক করে দ্রুত কঠোর প্রদক্ষেপ নেবো।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর রহমান বলেন, পুলিশ তদন্ত করছে, যত দ্রুত সম্ভব আমরা এ ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের দিন যেন কোথাও কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে...

ভারতে না খেললে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক: ২০২৬ আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে বাংলাদেশ রাজি না হলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে চূড়ান্ত...

শৈলকুপায় ৪টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় আজ দিনভর পরিবেশ অধিদপ্তরের বিধ্বংসী অভিযানে ২০ লাখ টাকা জরিমানা ও গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৪টি ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের বিধ্বংসী অভিযানে...

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

কর্পোরেট সংবাদ ডেস্ক: সাবেক তথ্য প্রতিমন্ত্রী, রাকসুর সাবেক সহসভাপতি এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২১...

ঢাকা মহানগরী দক্ষিণে ৫ প্রার্থী পেলেন দাঁড়িপাল্লা প্রতীক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ এলাকার ৭টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৫...

যশোরের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ প্রার্থী

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলায় ৬টি আসনে ৪৮ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল...

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিন হওয়ায় এবার ভোট গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার...

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।...