October 12, 2024 - 12:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসাংবাদিকের বাড়িতে অস্ত্রধারীদের হামলা: কিশোর গ্যাংয়ের মূলহোতাসহ গ্রেপ্তার ২

সাংবাদিকের বাড়িতে অস্ত্রধারীদের হামলা: কিশোর গ্যাংয়ের মূলহোতাসহ গ্রেপ্তার ২

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া নতুনপাড়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কিশোর গ্যাংয়ের মূলহোতা কামাল হোসেনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মহল্লায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মহল্লার মৃত আনছার আলীর পুত্র কামাল হোসেন (৩৫) ও লুৎফর রহমান লুতুর ছেলে ইমরান হোসেন (২২) এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এর আগে, গত বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিকের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ব্রজেশ্বর বর্মন এতথ্য নিশ্চিত করে জানান, সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার প্রধান আসামী কামাল হোসেন ও আরেক আসামী ইমরান হোসেনকে শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা। পরে দুপুরের দিকে তাদেরকে সদর থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে তাদেরকে সিরাজগঞ্জ আদালতের সোর্পদ্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

উপ-পরিদর্শক আরও জানান, হামলার ঘটনায় অভিযুক্ত অস্ত্রধারী গাফফার শেখকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করা হয়। তাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারসহ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি’) সন্ধয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সদর কোম্পানীর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মোঃ উসমান গণি। 

প্রেস বিজ্ঞপ্তি ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পৌরসভার সয়াধানগড়া মাছুমপুর ঈদগাহ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুল হামিদের দুই ভাগনে মো. রানা আহমেদ (২৫) ও ঐশ্বর্য শেখের (২১) কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরের দিকে সয়াধানগড়া মহল্লার কিশোর গ্যাংয়ের লিডার কামাল হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের সন্ত্রাসী গ্রুপ রামদা, ছুরি, লোহার রড, লাঠি ইত্যাদি দেশি অস্ত্র নিয়ে আব্দুল হামিদের বাড়িতে হামলা চালিয়ে শক্তির মহড়া প্রদর্শন করে। তারা আতঙ্ক সৃষ্টি করে বাসায় ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ সময় সাংবাদিক হামিদের স্ত্রী সাফিয়া খাতুন, বোন বীর মুক্তিযোদ্ধা রাহেলা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা মাহেলা বেগম এগিয়ে আসলে তাদেরও মারপিট এবং অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায় অভিযুক্তরা। এ ঘটনায় রাতে সাংবাদিক আব্দুল হামিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামাল হোসেনের নেতৃত্বে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সয়াধানগড়ায় নতুন নতুন বসতিদের বাড়ীঘর নির্মাণে তাদের নিকট থেকে চাঁদাবাজি করারও অসংখ্য অভিযোগ রয়েছে। তাদের কারণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা নিকারাগুয়ার

আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধের কারণে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পরিকল্পনার কথা ঘোষণা করেছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। শুক্রবার (১১ অক্টোবর) এ ঘোষণা...

প্রবাসী আয় বাড়ায় বাড়ছে রিজার্ভ

অর্থ-বাণিজ্য ডেস্ক : গত ২ মাস ধরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছে। প্রবাসী আয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের পরিমাণও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের...

বিয়ে করলেন শিরিন শিলা

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা। তার বরের নাম আবিদুল মহায়মীন সাজিল। পারিবারিক আয়োজনে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি...

মধ্যরাত থেকে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় দেশের সাগর ও নদীগুলোতে মাছ শিকারের ক্ষেত্রে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার...

সাতক্ষীরায় গৃহবধুকে গলা কেটে হত্যা: স্বামীসহ আটক ৭

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে কমলা খাতুন (৫৫) নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে আশাশুনি উপজেলার...

আল-মদিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত...

৬৩৪ যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজার আসল স্পেশাল ট্রেন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দুর্গাপূজার ছুটি উপলক্ষে ঢাকা থেকে ৬৩৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার পৌঁছেছে স্পেশাল ট্রেন। এই ট্রেনটি চলাচল করবে ১৩ অক্টোবর...

ইউপি চেয়ারম্যানের গোডাউনে ভারতীয় চিনি

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার রাজনগর ইউপি চেয়ারম্যানের গোডাউনে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এসময় গোডাউনের দ্বায়িত্বে থাকা মছকন মিয়া (৩৫)...