তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের বাংলো থেকে একটি বিরল প্রজাতির ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার ভুরভুরিয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক এ এইচ এম সাদিকুল রহমানের বাগান বাংলো থেকে এ দুর্লভ প্রজাতির গায়ের রং হলুদ-ছাপ বিশিষ্ট ঘরগিন্নি সাপ উদ্ধার করে বলেন জানান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর পরিচালক স্বপন দেব সজল।
তিনি আরও জানান, আজ সকালে উপজেলার ভুরভুরিয়া চা বাগানের ব্যবস্থাপকের বাংলোতে সাপ দেখতে পেয়ে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং আমাকে মুঠোফোনে খবর দেন। খবর পেয়ে বাংলো থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত সাপটি সুস্থ আছে। আজ বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয়া হবে।
উল্লেখ্য: গত ১৩ জানুয়ারি শহরতলীর মৌলভীবাজার রোডের রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের সামনে থেকে একটি বড় অজগর সাপ ও উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।