December 26, 2024 - 1:49 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতবগুড়ার দুই আসনেই প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

বগুড়ার দুই আসনেই প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

spot_img

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। একই সঙ্গে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মোহাম্মাদ খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর মধ্য দিয়ে অপ্রতিরোধ্য হিরো আলমেরই জয় হলো।

এর আগে, সোমবার (১৬ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিরো আলমের আইনজীবী ইয়াররুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে রিট আবেদন করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চারজনকে বিবাদী করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

এর আগে বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। গত ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুপুর ১টার দিকে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এরপর তিনি মনোনয়ন গ্রহণ ও বাতিল-সংক্রান্ত বিষয়ে গত ১০ জানুয়ারি আপিল করেন নির্বাচন কমিশনের আপিল বোর্ডে। সেই আবেদনটিও গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আপিলটি খারিজ করে দেওয়া হয়।

গত ৮ জানুয়ারি হলফনামায় গড়মিল পাওয়ায় স্বতন্ত্রপ্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, “আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়।”

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে হিরো আলম বলেন, “আমি আগের বার যে ভুল করেছি সে ভুলটা এবার করিনি। তবুও আমার দুটো আসনেই মনোনয়ন বাতিল করা হয়েছে।”

একাদশ জাতীয় নির্বাচনেও আলোচিত হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এ আসনে স্বতন্ত্র প্রার্থী (সিংহ মার্কা) হয়েছিলেন। ওইসময় তিনি ৬৩৮ ভোট ভোট পান। এতে তার জামানত বাজেয়াপ্ত হয়। তবে ভোটের মাঝমাঠে গিয়ে অবশ্য তিনি নির্বাচন বর্জন করেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আপিল করলে নির্বাচন কমিশন শুনানির পর তা বাতিল করে। পরে উচ্চ আদালতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে তৎকালীন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের হাতে পছন্দের ‌‘সিংহ’ প্রতীক তুলে দেন।

বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন। এভাবে হিরো আলমের তৈরি মিউজিক ভিডিও এবং ইউটিউব সিনেমা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

নরসিংদীতে শিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ইয়াবাসহ মহিলা মাদক কারবারি গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার চক্রধা ইউনিযনের...

যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বাইবেল পাঠ করে...

বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার স্টল বরাদ্দের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে...

নালিতাবাড়িতে জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনের নানা চিত্র ফুটে উঠে দেশের বিভিন্ন স্থাপনার দেয়ালে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের...

ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল আসছে বৃহস্পতিবার

অর্থ-বাণিজ্য ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান আসবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)। ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার...

বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে আমেরিকা প্রবাসী বাংলাদেশী ডাক্তারের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার এক প্রবাসী ডাক্তার আমেরিকার থেকে বাংলাদেশে ফেরার পথে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্ট বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে মৃত্যু বরণ করেছে। নিহত...

সিংগাইরে বায়রা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহম্মেদের স্মৃতি বিজড়িত স্কুল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর)...

সংবাদ প্রকাশের জেরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে ঢুকে সাংবাদিককে মারপিট, থানায় অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ প্রকাশের জের ধরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে ঢুকে সাংবাদিককে মারপিটের ঘটনায় শাহজাদপুর থানা অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। বুধবার...