কর্পোরেট ডেস্ক: রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (২৭ জানুয়ারি) নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রিপন মৃধা ও সাধারণ সম্পাদক মো. গোলাম নবীর নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কার্যকরী সভাপতি মো. কাদের আহমেদ, উর্ধতন সহ সভাপতি মো. মফিজুর রহমান, সহ সভাপতি মো. বিল্লাল হোসেন, মো. গোলাম সারোয়ার, মো. মোতাহার হোসেন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুহাম্মদ মোস্তফা কামাল, মো. হারুন-অর-রশিদ ও কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মাহবুব আলম, দপ্তর সম্পাদক উত্তম কুমার রায়, অর্থ সম্পাদক মো. ইসাহাক আলী মোল্লা, ক্রীড়া সম্পাদক ছাব্বির আহমেদ ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. আবুল কামাল, অভ্যর্থনা সম্পাদক মো. আহসান হাবিব, সমাজ কল্যাণ সম্পাদক মো. খোরশেদ আলম, সদস্য মো. নবী হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, নুরে আলম, শেখ আনোয়ার রহমান ও মো. রুবেল সেক। এছাড়া সিবিএ’র বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুষ্টিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর ও ময়মনসিংহ আঞ্চলিক পরিষদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।