কর্পোরেট ডেস্ক: রূপালী ব্যাংক পিএলসির রাজশাহী বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) রাজশাহীস্থ পোস্টাল একাডেমীতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও কাজী আব্দুর রহমান। এতে রাজশাহী বিভাগের জিএম আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে রাজশাহী বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।