সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোভ্যান চালক আহত হয়েছে।
নিহতরা হলেন-পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের আনসার তালুকদার (৬০) ও তার স্ত্রী ফরিদা খাতুন(৫০)।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রীজের দক্ষিণপাড় এলাকার তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের লিডার খোরশেদ আলম জানান, বুধবার সন্ধ্যায় বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রীজের দক্ষিণপাড় এলাকার তেল পাম্পের সামনে একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দিলে অটোভ্যানের ২ যাত্রী স্বামী-স্ত্রী ও চালক আহত হয়।
আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বামী আনসার তালুকদার ও স্ত্রী ফরিদা খাতুনকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আহত ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি। তিনি আরও জানান ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আকট করে পাশের তেলপাম্পে রেখে দেয়।