কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংক পিএলসি ২০২২-২০২৩ অর্থবছরে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ করদাতা হওয়ায় গৌরব অর্জন করেছে।
বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীস্থ জাতীয় রাজস্ব বোর্ডে মাল্টিপারপাস হলে আয়োজিত “বিশেষ সম্মাননা ও সম্মাননাপত্র প্রদান” অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক-কে এ সম্মাননা প্রদান করা হয়।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এর কাছ থেকে এ সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন।
বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকা এর কর কমিশনার মোঃ ইকবাল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সিএফও দিলিপ কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।