মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের সাবরাংয়ের মন্ডল পাড়া এলাকায় ধার করা চাউল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন হয়েছে।
বুধবার (২৩ জানুয়ারি) সকাল ৮ টায় এ ঘটনা ঘটে। দুলাভাই জাফরের হাতে শাহ আলম নামক শ্যালক খুন হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, জাফর আলমের কাছ থেকে ধার নেওয়া ২ কেজি চাউলের পাওনা নিয়ে শ্যালক দুলাভাই বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুলাভাই জাফর তার শ্যালককে ছুরিকাঘাত করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে কক্সবাজার যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।