January 11, 2025 - 8:39 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশমেহেরপুর আমঝুপির সূর্যমুখী ফুল এখন সেলফিতে

মেহেরপুর আমঝুপির সূর্যমুখী ফুল এখন সেলফিতে

spot_img

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : সবুজ গাছে হলুদ সূর্যমুখী, দুধারে নারকেল গাছের সারি। মেঠো পথ আর সবুজ ঘাসে ছাওয়া কিনারা। হলুদ আর সবুজ মিলে প্রকৃতির দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছে হাজারো মানুষ। কেউ করছেন পিকনিক, কেউ তুলছেন ছবি, কে করছেন নাটক আবার কেউ দু-চোখ মেলে উপভোগ করছেন অপার সৌন্দর্য ও সেলফিতে। 

বলছিলাম, মেহেরপুর শহর থেকে ৫ কিলোমিটার পূর্বদিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের ধারে আমঝুপি বীজ উৎপাদন খামারের কথা। এই খামারে বিভিন্ন সবজির বীজ উৎপাদনের জন্য ফসল চাষ করা হলেও সূর্যমুখীর বেলায় সেটির ভিন্ন মাত্রা যোগ হয়। জানুয়ারির শুরুতেই সূর্যমুখী ফুল ফুটলেই সেখানে ছুটে আসে হাজারো দর্শনার্থী।

বিএডিসির আওতাধীন আমঝুপি বীজ উৎপাদন খামারে চলতি মৌসুমে দুটি প্লটে ৭ একর জমিতে সূর্যমুখী চাষ করেছে কর্তৃপক্ষ। বীজ উৎপাদনের লক্ষ্যে চাষ করা হলেও ফুলের সৌন্দর্যে প্রকৃতি প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে খামারটি। জেলা ও জেলার বাইরে থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে খামারে।

আজ রবিবার আমঝুপি বীজ উৎপাদন খামারে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সি মানুষেরা ভিড় জমিয়েছেন সেখানে। কেউ সেলফিতে ছবি তোলায় ব্যস্ত, কেউ করছেন ভিডিও, পরিবার নিয়ে কেউ ঘুরে দেখছেন পুরো এলাকা। মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক জাহির হোসেন চঞ্চল  এসেছেন তার পরিবার নিয়ে, কথা হলো তার সঙ্গে। তিনি বলেন, এতো বড় সূর্যমুখীর বাগান মেহেরপুর বা আশেপাশের কোন জেলায় নেই। ফুল ফুটেছে গাছে, এটা দেখতে বেশ ভালো লাগছে। পরিবারকে সঙ্গে নিয়ে এসেছি, সঙ্গে রান্না করার সরঞ্জামও এনেছি। দিনব্যাপী থাকবো।

আমঝুপি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ‌ মকবুল হোসেন তিনি বলেন প্রকৃতির সাথে হলুদ মিলে এখানে একাকার। হলুদ রং মানুষকে সব সময়ই আকর্ষণ করে। এ যেন এক নজরকাড়া দৃশ্য দেখতে পারলাম।রায়হান সিকদার,রাফি ইসলাম, এস এস উজ্জ্বল, সাবিদ হোসেন, জাহিদ হাচানসহ আরো কয়েকজন এসেছিলাম দেখতে।

চুয়াডাঙ্গা থেকে এসেছেন  জাহাঙ্গীর হোসেন,  শাকিল,  সাদ্দাম হোসেন, সেন্টু, জাহাঙ্গীর আলম মানিক, মোছাম্মদ উম্মে সালমা সিদ্দিকের সাথি, মোছাঃ লিজা খাতুন, মোছাঃ ইসমতারাহ সহ ১৫ জন বন্ধু এসেছেন বেড়াতে। তারা জানান, ফেসবুকে দেখে এখানে আসার প্ল্যান করেছিলাম। আমরা বন্ধুরা মিলে এসেছি। ফেসবুকে যা দেখেছি বাস্তবে তার চাইতেও অনেক সুন্দর।

দর্শনার্থীদের সমাগমের কারণে সেখানে অস্থায়ী ভাবে গড়ে উঠেছে রেস্টুরেন্ট, আছে ফুসকা, চটপটি ও চায়ের দোকান। সেই সঙ্গে আছে পেশাদার ফটোগ্রাফারও। আপনি চাইলে আপনার সুন্দর ছবি তুলে দিবে তারা।

খামারের পাহারাদার আমিরুল ইসলাম জানান, প্রতিদিন কয়েক হাজার লোকের সমাগম হয় এই ফুল বাগান দেখতে। ৫ জন পাহারায় থেকেও হিমশিম খেতে হচ্ছে তাদের। ফুল ফোটার শুরু থেকেই বিভিন্ন বয়সী নারী পুরুষের সমাগম হয়। বিভিন্ন বয়সী নারী পুরুষ এখানে আসেন এক চিলতে বিনোদনের জন্য। অনেক সময় ক্ষেতের ভিতরে ঢুকে সেলফি ও ছবি তোলার কারণে ক্ষেতের ক্ষতি হচ্ছে। তারপরও বিনোদনের জন্য এখানে আসায় কিছুটা সহ্য করতে হচ্ছে।

মেহেরপুর আমঝুপি বীজ উৎপাদন খামারের উপ-সহকারী পরিচালক আবু তাহের সর্দার জানান, সূর্যমুখী এই বীজ শুধুমাত্র বাংলাদেশেই নয় বরং বিদেশেও এই বীজ রপ্তানি হয়। সূর্যমুখীর তেল ও বীজের চাহিদা পূরণের জন্য এই চাষের উদ্দ্যোগ নেয়া হয়েছে। বিনোদনের জায়গা কম থাকায় এই বাগানটিতে উপচে পড়া ভিড় হচ্ছে দর্শনার্থীদের। এখানে এসে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন সূর্যমুখী চাষে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত: পুলিশ প্রতিবেদন

কর্পোরেট সংবাদ ডেস্ক : ২০২৪ সালের ৪ আগস্ট থেকে সংখ্যালঘুদের ওপর যেসব আক্রমণ হয়েছে প্রকৃতপক্ষে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত ছিল বলে উঠে এসেছে পুলিশের এক...

জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ বাড়ছে উপকূলের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: বর্তমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহ মারাত্মক ঝুঁকির সম্মুখীন। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব...

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেকসহ বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ

কর্পোরেট সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির...

সিংগাইরে মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকট, কার্যক্রমে স্থবিরতা

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকটে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ। এতে দৈনন্দিন কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে...

তাড়াশে ক্ষিরায় স্বপ্ন বুন‌ছে কৃষক

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়া‌শের কৃষকরা ক্ষিরা উৎপাদ‌নে জন্য গা‌ছের প‌রিচর্যায় ব্যস্ত সময় পার কর‌ছেন। তাড়া‌শের মা‌টি ও আবহাওয়া ক্ষিরা চা‌ষের উপ‌যোগী, তাই ব্যাপক...

গফরগাঁওয়ে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কথা-কাটাকাটির সময় ছুরিকাঘাতে আহতটাইলসমিস্ত্রি যুবক এসএম শাহাদাত হোসেন জয় (১৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১০ ডিসেম্বর)...

কবরস্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবককে উদ্ধার, পরিচয় নিয়ে ধোঁয়াশা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর...

মমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুহওয়া কামরুল ইসলাম (২০) জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাঁও গ্রামের নজরুল ইসলামের...