কর্পোরেট ডেস্ক: যমুনা ব্যাংক পিএলসি.’র বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হলো রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে।
যেখানে ব্যাংকের উন্নতি ও ব্যবসা সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সম্মেলনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি.’র চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ইঞ্জিনিয়ার মুশাররাফ হুসাইন, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, শাহীন মাহমুদ, মোঃ রেদোয়ান-উল করিম আনসারী, মোঃ ইসমাইল হোসেন সিরাজী, স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুর রহমান সরকার, মোঃ হুমায়ুন কবির খান, মোঃ আব্দুল জব্বার চৌধুরী ও এম. মুর্শিদুল হক খান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্য্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান ও সকল শাখার ব্যবস্থাপকগণ। সম্মেলনে ২০২৩ সালের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের জন্য ব্যাংকের বেশ কিছু শাখা ও ডিভিশনকে চেয়ারম্যান এ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।