তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিক্সা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ অন্তত ছয়জন।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দুর্লভপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর সিএনজি সমিতির সভাপতি আব্বাস মিয়া (৭০) ও যাত্রী মধু মিয়া (৬৫)। নিহত দুজনের বাড়ি সদর উপজেলার শেরপুর এলাকায়। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি।
জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে মৌলভীবাজার শহর থেকে শেরপুর দিকে যাচ্ছিল বাসটি। এ সময় দুর্লভপুর এলাকায় পৌঁছলে সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত হন ছয়জন।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।