নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারের সোলায়মান টাওয়ারে লাগা আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ৮টা ৫৯ মিনিটে ভবনটির নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার পর ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮ টা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ারের নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার খবর আসে। এই সংবাদ পাওয়ার পর আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।