পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৯টি কো¤পানির ১৪ কোটি ১৯ লক্ষ ১৭ হাজার ৮৬৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৩৭কোটি ১১লক্ষ ২৪ হাজার ৮২৮টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক পয়েন্ট ৯.৪৫ কমে ৬৩৩৬.৭৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯.১২ পয়েন্ট কমে ২১২৯.৭১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.১১ পয়েন্ট কমে ১৩৮৮.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে১৭২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- সী পার্ল রিসোর্ট, অরিয়ন ইনফিউশন, বিডি থাই, দেশবন্ধু পলিমার, স্কয়ার ফার্মা, কর্ণফুলি ইন্সুঃ, ন্যাশনাল পলিমার, জেমীনি সী ফুড, খান ব্রাদার্স পিপি ও বিএসসি।
দর বৃদ্ধির শীর্ষেপ্রধান ১০টি কো¤পানি হলো:-বিডি থাই, জেমীনি সী ফুড, অরিয়ন ইনফিউশন, দেশবন্ধু পলিমার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, অ্যাম্বী ফার্মা, ইভেন্স টেক্সটাইল, কোহিনুর কেমিক্যাল, কর্ণফুলি ইন্সুঃ ও ইনটেক লিঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:-সী পার্ল রিসোর্ট, আইএসএন লিঃ, শ্যামপুর সুগার, বিএসসি, এমারেল্ড অয়েল, সামিট পোর্ট এলায়েন্স, মিরাকেল ইন্ডাঃ, জিকিউ বলপেন, লিগেসী ফুটওয়্যার ও জিলবাংলা সুগার।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৮৭৯০৪৭৮৫২৯১১.০০