কর্পোরেট ডেস্ক: নবগঠিত মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী-কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও পর্ষদের অন্যতম পরিচালক মো. আব্দুল মান্নান কে সাথে নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এ অভিনন্দন জানান।
বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। অভিনন্দন জ্ঞাপনান্তে ড. সেলিম মন্ত্রী মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।