গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে অনুমোদিত চিকিৎসা, উচ্চ শিক্ষা ও মৃত শ্রমিকের ২৩০টি পরিবারকে ৯১ লক্ষ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে।
বুধবার (১৭ জানুয়ারি) জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুরের আয়োজনে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পলিশের গাজীপুর ২ পুলিশ সুপার সারোয়ার আলম,গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান।
এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুরের মহাপরিদর্শক আহমেদ বেলাল, সহকারি মহাপরিদর্শন (সাধারণ) মোতালেব মিয়া উপস্থিত ছিলেন।