কর্পোরেট ডেস্ক: রবিবার (১৪ জানুয়ারি, ২০২৪) থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গ্রীন বোর্ড এন্ড ফাইবার মিলস লিমিটেডের গ্রীন বোর্ড।
আধুনিক জীবনযাত্রার সাথে সমন্বয় রেখে উন্নততর ও অভিজাত পণ্যের সমাহার নিয়ে এসেছে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যাটেগরির গ্রীন বোর্ড। সব রকম আবহাওয়ায় উপযোগী এবং উচ্চ তাপ ও ঠান্ডা সহনশীল এই সকল পণ্য হবে আরও টেকসই ও দীর্ঘস্থায়ী। বাড়ির বাইরে ও ভেতরে আভিজাত্যের ছোঁয়া এনে দেবে গ্রীন বোর্ড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন ব্র্যান্ডের লোগো উন্মোচন করেন সম্মানিত গ্রুপ ডিরেক্টর মোস্তফা হায়দার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-টি.কে. গ্রুপের পরিচালক মার্কেটিং মোহাম্মদ মোফাচ্ছেল হক, পরিচালক ফিনান্স ও অপারেশনস শফিউল আতহার তসলিম, সুপার বোর্ড এন্ড গ্রীন বোর্ডের হেড অফ বিজনেস মোহাম্মদ নুরুন নবী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
সুপার বোর্ড আয়োজিত বাৎসরিক পরিবেশক সম্মেলনে এই গ্রীন বোর্ডের নবযাত্রায় সকল সম্মানিত পরিবেশকবৃন্দ উপস্থিত ছিলেন।