পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের উত্থানে কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৮টি কোম্পানির ১৭ কোটি ৫৮ লক্ষ ৮৯ হাজার ৮৩৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৭৪ কোটি ২৭ লক্ষ ২৯ হাজার ৭৫০টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৫.২৭ পয়েন্ট বেড়ে ৬৩১৮.০৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.৭২পয়েন্ট বেড়ে ২১২৩.৩৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ৩.২৯ পয়েন্ট বেড়ে ১৩৭৬.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-ওরিয়ন ইনফিউশন, পাওয়ার গ্রীড, দেশবন্ধু পলিমার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সী পার্লবীচ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইউনিয়ন ক্যাপিটাল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, ওরিয়ন ইনফিউশন, দেশবন্ধু পলিমার, নাভানা ফার্মা, রূপালী ব্যাংক, খান ব্রাদার্স পিপি, প্রিমিয়ার লিজিং ও মাইডাস ফাইন্যান্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, আইএফআইএল ইসলামি মিঃ ফাঃ-১, ডিবিএইচ ফার্স্ট মিঃ ফাঃ, সিএপিএম আইবিবিএল মিঃ ফাঃ, আরামিট সিমেন্ট, গোল্ডেন জুবিলী মিঃ ফাঃ, আরএসআরএম স্টীল, মুন্নু এগ্রো, এনসিসিবিএল মিঃ ফাঃ-১ ও লিব্রা ইনফিউশন।
আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৮৭৩১২৭৬৪৫১৯২.০০।