October 9, 2024 - 2:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদগার্মেন্টস মালিকদের সমস্যা সমাধানে কাজ করতে চায় ফোরাম নেতৃবৃন্দ

গার্মেন্টস মালিকদের সমস্যা সমাধানে কাজ করতে চায় ফোরাম নেতৃবৃন্দ

spot_img

কর্পোরেট ডেস্ক : ফোরাম কর্তৃক ‘গার্মেন্টস শিল্পের অগ্নিপরীক্ষাঃ আমাদের কথা- দ্বিতীয় পর্ব’ শীর্ষক আলোচনা সভা শনিবার (১৩ জানুয়ারি) ঢাকার গুলশান ক্লাবে আয়োজিত হয়েছে। ফোরামের আমন্ত্রণে সাড়া দিয়ে বিভিন্ন কারখানার ১৮০ জন মালিক স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। উন্মুক্ত এই আলোচনা সভার আলোচ্য বিষয় ছিলো ‘আরএসএইচ, সদস্যদের প্রত্যাশা ও বিজিএমইএ’র করনীয়’।

ফোরাম প্যানেল লিডার ও বিজিএমইএ সভাপতি পদপ্রার্থী ফয়সাল সামাদ আলোচনা সভাটি পরিচালনা করেন এবং সভায় আরএসএইচের পরিচালক নাফিস উদ দৌলা ‌‌আরএসএইচ রেমিডিয়েশন ইস্যু বিষয়ক ৫টি মূল সমস্যা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সাধারণ সদস্যগন গার্মেন্টস শিল্পে আরএসএইচ সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে তাদের বক্তব্য ও মতামত প্রকাশ করেন। সেখানে আরএসএইচ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। মালিকগণ তাদের বিভিন্ন আরএসএইচ (আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল) বিষয়ক বিভিন্ন উদ্বেগের কথা উত্থাপন করেন।

উক্ত আলোচনায় সাবেক বিজিএমইএ প্রেসিডেন্ট ড. রুবানা হক সকল গার্মেন্টস মালিকদের আশ্বাস দিয়ে বলেন, “যদি আগামী বিজিএমইএ নির্বাচনে ফয়সাল সামাদকে আপনারা বিজিএমইএ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি নিজ দায়িত্বে নিশ্চিত করবো যে আরএসএইচ সংক্রান্ত আপনাদের কোন সমস্যা থাকবে না”।

ফোরাম প্যানেল লিডার ফয়সাল সামাদ আরএসএইচ সংক্রান্ত সকল উদ্বেগের বিষয়ে কি করণীয় ও তা অর্জনে সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপ উপস্থাপন করেন। তিনি বলেন, ‘‘নির্বাচিত হলে প্রত্যেক সদস্যগণের স্বার্থেই বিজিএমইএ কাজ করবে’’।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ