কর্পোরেট ডেস্ক: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনকে ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা অনুদান দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি.।
রবিবার (১৪ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি এম এ সালাম এর নিকট চেক হস্তান্তর করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, জহুরুল হক, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ পিয়ারু, মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁইয়া এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।