কর্পোরেট ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর নবগঠিত মন্ত্রিসভায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।
রবিবার (১৪ জানুয়ারি) বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী এবং মহাব্যবস্থাপক মো.খাইরুল ইসলাম তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এ অভিনন্দন জানান।
এসময় বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মন্ত্রী মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।