মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার ২০ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত রহিম উল্লাহ (৩৫) ঐ ক্যাম্পের এম২৭ ব্লকের গণি মিয়ার ছেলে এবং সে ব্লকের সাবেক সাব মাঝি।
বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ ইকবাল (অতিরিক্ত ডিআইজি) বলেন, ” ১০/১২ জন আরসা সদস্যের একটি দল রহিম কে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে গলায় কুপিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করা হয়।”
নিহত রহিমের বিরুদ্ধে পুলিশের এসল্ট মামলা সহ বেশ কয়েকটি মামলা ছিলো বলে জানিয়ে তিনি বলেন, ” রহিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, পুলিশ এসল্ট মামলা সহ বেশ কয়েকটি মামলায় সে পলাতক ছিলো।”
এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএনের তৎপরতা অব্যাহত আছে বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের এক রোহিঙ্গা বলেন, “রহিম একসময় আরসা করতো, ৫/৬ মাস আগে সে আরসা ছেড়ে দেয় বলে শুনেছি। এরপর থেকেই সে পলাতক ছিলো, এবং আরসার লোকজন তাকে প্রায় খুজতে আসতো।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছে উখিয়া থানা পুলিশ।