তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সিলেটে অ্যাম্বুলেন্সে ইয়াবা নিয়ে যাওয়ার সময় তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৮শ পিস ইয়াবা জব্দ করা হয়।
বুধবার বিকাল সাড়ে ৫টায় সিলেটের গোলাপগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের চৌঘরি এলাকায় অভিযান চালিয়ে ১৮০০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জকিগঞ্জের লোহার মহল গ্রামের মফজ্জিল আলীর ছেলে আতাউর রহমান আতা (৫২), পূর্ব লোহার মহল গ্রামের তছির আলীর ছেলে বেল্লাল আহমদ (৪৩), পলাশপুর গ্রামের আব্দুল বারীর ছেলে মাসুদ আহমদ (৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরি বাজারের সামনে পাকা রাস্তার উপর সিলেট থেকে জকিগঞ্জগামী একটি অ্যাম্বুলেন্স সিগন্যাল দিয়ে এর মধ্যে থাকা আতা, বেল্লাল ও মাসুদের দেহ তল্লাশি করে ১৮শ পিস ইয়াবা জব্দ করে থানা পুলিশ। এসময় তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।