মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: রামুর চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগকারিকে সনাক্ত করেছে পুলিশ। এবং অভিযান চালিয়ে সেই অগ্নিসংযোগকারিকে আটক করা হয়েছে বলে দাবী করেছে পুলিশ।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গেলো ৫ জানুয়ারী দিবাগত রাত ২ টার কিছু পর রামুর চেরাংঘাটার রাখাইনদের বড় ক্যাং উসাইসেন বৌদ্ধ বিহারে অগ্নি সংযোগ করা হয়। এসময় এলাকাবাসির সহযোগিতায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে বিহারের মূল ফটকের একটি সিঁড়ি পুড়ে যায়। সিসিটিভি ফুটেজে এক ব্যক্তি কে রাত ২ টা ৬ মিনিটে দেয়াল টপকিয়ে বিহারের ভেতরে প্রবেশ এবং রাত ২ টা ৮ মিনিটে দৌড়ে বেরিয়ে যেতে দেখা যায়। জেলা পুলিশ এই অগ্নিসংযোগকারিকে সনাক্ত করে আটক করেছে বলে জানা গেছে।