সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ৫০০ গ্রাম গাঁজাসহ এক গ্রাম পুলিশকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার এস আই মো. মাসুদ রানা।
বুধবার (১০ জানুয়ারী) বিকেলে তাড়াশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামের মৃত মজনু খাঁর ছেলে গ্রাম পুলিশ মো.মিলন খাঁ (৩৪) কে তার নিজ বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।
পরে তার বিরুদ্ধে তাড়াশ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রাম পুলিশকে আটক করা হয়েছে। আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।