পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৫টি কোম্পানির ১৭ কোটি ৯২ লক্ষ ২৪ হাজার ৯৬৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫০৮ কোটি ৪৭ লক্ষ ৯৮ হাজার ৪১৩টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৭.৪৩ পয়েন্ট ৬২৮৫.২৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.১১ পয়েন্ট বেড়ে ২১০৮.০১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ৪.২২ পয়েন্ট বেড়ে ১৩৭১.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বিডি থাই, সী পার্লবীচ, ওরিয়ন ইনফিউশন, ইন্ট্র্যাকোরি ফুয়ে লিং, রূপালী ব্যাংক, খুলনা প্রিন্টিং, অলিম্পিক এক্সেসোরিজ, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এমারেল্ড অয়েল, ইন্টারন্যাশনাল লিজিং, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার লিজিং, এফএএস ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, খান ব্রাদার্স পিপি, এআইবিএল ফার্স্ট ইসলামি মিঃ ফাঃ, সী পার্ল বীচ ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: স্ট্যান্ডার্ড সিরামিক, জুট স্পিনার্স, পুবালী ব্যাংক, ইমাম বাটন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, প্যাসিফিক ডেনিমস, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, শাহজালাল ইসলামি ব্যাংক, জাহিন স্পিনিং ও উত্তরা ব্যাংক।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৭৮৫১৭০৩৬২১৬০০.০০।