সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের তাড়াশে একরাতে দুধের বাছুর সহ ৬টি বড় গরু চুরি হয়েছে।
জানা গেছে, উপজেলার ১ নং তালম ইউনিয়নে রোকনপুর গ্রামের কৃষক মো আনোয়ার হোসেনের ও গোয়াল ঘরের তালা ভেংগে প্রায় পাঁচ লাখ টাকার মূল্যের ৬টি গরু চোরে নিয়ে যায়।
কৃষক মো: আনোয়ার হোসেন বলেন, ‘ তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রেখে ঘুমাতে যান। ভোরে ফজর নামাজ পড়ার জন্য উঠে দেখেন গোয়াল ঘরের দরজার তালা কাটা, এতে তার সন্দেহ হলে খোঁজ নিয়ে দেখেন আটটি গরুর মধ্যে ছোট্র বাছুর সহ ৬টি গরু নেই। গ্রামের লোকজনের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো নজরুল ইসলাম বলেন, এ বিষয় কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। আর অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।