রহমতউল্লাহ আশিক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা’র সাবাইহাট এলাকায় ড্রামট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটে ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে , শ্রমিকবাহী একটি পিকআপ রাজশাহীর দিকে যাচ্ছিলো। পথে সাবাইহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
আহত হয় আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আরও দুজনের মৃত্যু হয়। ভারি কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
মান্দা থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক কাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করেছে পুলিশ। হতাহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।