কর্পোরেট ডেস্ক: স্বাক্ষর দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।
এই চুক্তির ফলে কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের আর্থিক অন্তর্ভূক্তি বিশেষ করে ঋণ প্রদানের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধিতে প্রাইম ব্যাংক এবং সিনজেনটা বাংলাদেশ এক সঙ্গে কাজ করবে।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেড-এর সেল্স ডিরেক্টর ইমতিয়াজ আহমেদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।