পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতে কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের আর্থিক প্রতিবদেন জমা দেওয়ার সময় বেড়েছে। আগামী ৩১ মার্চ পরযন্ত কোম্পানিটির ২০২৩ সালের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ৪ জানুয়ারি বিএসইসি কোম্পানিটিকে এ ব্যাপারে অনুমোদন প্রদান করে। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন; ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানিটির প্রথম প্রান্তিক; ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিক প্রকাশে সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩১ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে কোম্পানিটি আলোচ্য আর্থিক প্রতিবেদনগুলো প্রকাশ করতে পারবে।