শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৪টি আসনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি (রোববার) সকাল ৮ টা থেকে জেলার চারটি সংসদীয় আসনের ৬০২টি ভোট কেন্দ্রের ভোট গ্রহন শুরু হয় বিরতিহীন ভাবে চলে বিকাল ৪ টা পর্যান্ত সকল শ্রেণি পেশার মানুষ তাদের নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন প্রশাসন।
সাতক্ষীরার চারটি আসনে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২ জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন নৌকা, লাঙ্গল, ঈগল ও নোঙর মার্কার প্রার্থীরা।
সাতক্ষীরা-১ আসনে বেসরকারিভাবে ৬৩১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়ছেন আওয়ামী মনোনীত নৌকা মার্কার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র দোলনা প্রতীকের প্রার্থী এস.এম মুজিবুর রহমান পেয়েছেন ১০৫৩৩ ভোট।
সাতক্ষীরা-২ আসনে ৮৮৩৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আশরাফুজ্জামান আশু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রর্তীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭৪৪৭ ভোট।
সাতক্ষীরা-৩ আসনে ৩৬৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়ছেন আওয়ামী মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এ্যাড. স.ম আলিফ হোসেন পেয়েছেন ২৮৪৯ ভোট।
সাতক্ষীরা-৪ আসনে ১৪০০৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়ছেন আওয়ামী মনোনীত নৌকা মার্কার প্রার্থী এস. এম. আতাউল হক দোলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (বি.এন.এম)এর মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী এইস.এম. গোলাম রেজা পেয়েছেন ৩৮৯৮৬ ভোট।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকতা মোহাম্মদ হুমায়ুন কবির রোববার রাত ১০টা এ তথ্য নিশ্চিত করেন৷