January 15, 2026 - 7:16 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিচট্টগ্রাম-১৩ আসনে বিবর্ণ লাঙ্গল, নৌকার পরে জ্বলে উঠেছে মোমবাতি

চট্টগ্রাম-১৩ আসনে বিবর্ণ লাঙ্গল, নৌকার পরে জ্বলে উঠেছে মোমবাতি

spot_img

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা সমর্থিত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। বিএনপি এ নির্বাচনে অংশ না নেওয়ায় আগে থেকেই সাধারণ মানুষের ধারণা ছিলো নৌকা জিতবেই।

কিন্তু এ আসনে ভোটের ফলাফল দেখে রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাপক আলোচনা করছেন, সংসদের বিরোধীদল খ্যাত জাতীয় পার্টি (লাঙ্গল) কিভাবে হোঁচট খেয়েছেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মোমবাতির কাছে। যদিও কর্ণফুলী-আনোয়ারায় ভোটের মাঠে প্রচার-প্রচারণায় নৌকার পরে দৃশ্যমান ছিলো জাতীয় পার্টির প্রার্থী আবদুর রব চৌধুরী’র লাঙ্গল এর প্রচারণা। বলতে গেলে প্রচারে তেমনটা দেখা যায়নি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবুল হোসেন (মোমবাতি) কে।

কিন্তু দুই উপজেলার ভোটের ফলাফলে দেখা যায় মোমবাতি এগিয়ে, লাঙ্গল পিছিয়ে। মানে নৌকার পরে মোমবাতির অবস্থান। কর্ণফুলী উপজেলায় লাঙ্গল পেয়েছেন ১ হাজার ৯২ ভোট ও মোমবাতি পেয়েছেন ১ হাজার ৬৬১ ভোট। একই সাথে আনোয়ারার লাঙ্গল পেয়েছেন ২ হাজার ২১৪ ভোট ও মোমবাতি প্রতীক পেয়েছেন ৩ হাজার ৪৮০ ভোট।

ফলে, দুই উপজেলায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবুল হোসেন (মোমবাতি) পেলেন ৫ হাজার ১৪১ ভোট। আর জাপা পেলেন ৩ হাজার ৩০৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থীর লাঙ্গল ডিঙিয়ে প্রথম বারের মতো দ্বিতীয় অবস্থান তৈরি করেন।

অথচ ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী নৌকা পেয়েছিলেন ১ লাখ ৭৮ হাজার ৯৮৫ ভোট। একই নির্বাচনে জাতীয় পার্টির তপন চক্রবর্তী পেয়েছিলেন ৫ হাজার ৪১৮ ভোট। ওই নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করেনি।

এরপরে একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী পেয়েছিলেন দুই লাখ ৪৩ হাজার ৪১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম (ধানের শীষ) প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮শ ৫৩ ভোট। ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের এম এ মতিন ৩ হাজার ৭৯৪ ভোট।

গণফোরামের উজ্জ্বল ভৌমিক (উদীয়মান সূর্য) ৮৪ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক (বটগাছ) ৯৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ইরফানুল হক চৌধুরী (হাতপাখা) ৬৪৩ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জাহাঙ্গীর আলম চৌধুরী (চেয়ার) ২ হাজার ১শ ১০ ভোট ও বিএনএফের নারায়ণ রক্ষিত (টেলিভিশন) প্রতীকে পেয়েছেন ৫৬১ ভোট।

এবার দ্বাদশ নির্বাচনে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ভোটে অংশ না নেওয়ায় ফলাফল অনেকটা বিপরীত। তাহলে কী সাধারণ ভোটারেরা জাতীয় পার্টি থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন। নাকি রাজনীতির হাওয়া বদলের সঙ্গে সঙ্গে জাতীয় পার্টি (জাপা) নতুন কোনো অবস্থান যাচ্ছে। সে আলোচনা বেশ জোরালো হচ্ছে। চট্টগ্রাম-১৩ আসনের চিত্র দেখে।

কারো কারো মতে, ঘরোয়া বিবাদ ছাপিয়ে এই আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে জাপা চেয়ারম্যান জি এম কাদের কে নিয়েও। নানা পরিস্থিতিতে বলয় ভাঙার ইঙ্গিত। সাধারণ ভোটারকে আকৃষ্ট করেছে। তবে রাজনীতি-বিশ্লেষকেরা মনে করছেন, সরকারের আশীর্বাদপুষ্ট হওয়ায় জনগণের কাছেও খুব বেশি সুবিধা করতে পারছে না জাপা। যার খেসারত দিতে হচ্ছে দলটিকে।

প্রসঙ্গত, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১৮ কেন্দ্রের ফলাফলে সাইফুজ্জামান চৌধুরী’র নৌকা ১ লাখ ৮৭ হাজার ৯২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন (চেয়ার) ১ হাজার ৬৬৮ ভোট, তৃণমূল বিএনপির মকবুল আহমদ চৌধুরী সোনালী (আশঁ) ৮৩৭ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক (বটগাছ) ৬১৫ ভোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আরিফ মঈন উদ্দিন (একতারা) পেলেন ৬১৩ ভোট।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন এবং কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা এ ফলাফল ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...