নিজস্ব প্রতিবেদক: নৌকার জয়ের বিষয়ে শতভাগ আত্মবিশ্বাস ব্যক্ত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে জনগণ নৌকার পক্ষেই রায় দেবে। আজ রোববার সকাল ৮টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে একথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
জনগণের প্রতি তার আস্থা ও বিশ্বাস আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণ ও গণতান্ত্রিক ধারা চায় না বলেই সন্ত্রাস নৈরাজ্য করছে বিএনপি।
এসময় তার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।
প্রথমেই বুথে গিয়ে গোপন ব্যালটে ভোট দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভোট দেন সায়মা ওয়াজেদও।
ভোট প্রদান শেষে গণমাধ্যমের মুখোমুখি শেখ হাসিনা। তিনি বলেন, অনেক বাঁধাবিপত্তি পার হয়েই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যারা সন্ত্রাস, হত্যার মাধ্যমে ভোট বানচাল করতে চায় তাদেরকে প্রত্যাখ্যান করেছে জনগণ।
জয়ের বিষয়ে শতভাগ আশা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণের আস্থা অর্জনে সক্ষম আওয়ামী লীগ। অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে আবারও নৌকার পক্ষেই রায় দেবে জনগণ।
যারা ভোটের দিন হরতাল করছে তারা বাংলাদেশের নাগরিক। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে কোন অভিযোগ তুলতে চান না শেখ হাসিনা।
তিনি বলেন, অনেক সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, এটাই নিশ্চিত করতে চায় সরকার।