শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : রাত পৌহালেই দ্বাদশ সংসদ নির্বাচন সাতক্ষীরা চারটি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহনেরজন্য নির্বাচনী সরঞ্জাম।
শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে জেলার সাতটি উপজেলার সহকারী রিটার্নিং অফিসাররা প্রিডাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।
এর আগে সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নিবার্চনের কাজে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস জানায়, জেলার চারটি সংসদীয় আসনের ৬০২টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৭১৮টি বুথে ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন ভোটার ভোট দেবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শামীম ভুইয়া বলেন, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিডাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। কাল সকালে ব্যালট পেপার পাঠানো হবে।