তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্থানীয় এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত যুবকের নাম আব্দুল ওয়াহিদ (২২), সে কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের আমানীপুর গ্রামের মৃত দছু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আজ রোববার দুপুর ১২টার দিকে টিলাগাঁও রেল স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলো যুবক ওয়াহিদ, এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এদিকে ঘটনাস্থলটি কুলাউড়া জিআরপি থানার আওয়তাধীন না হওয়ায় লাশ উদ্ধারে ব্যাপক বিলম্ব ঘটে। পরে শ্রীমঙ্গল জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
তথ্য অধিদপ্তরের নিবন্ধন নম্বরঃ ৭৭
সম্পাদকীয় কার্যালয়: ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা,
সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০