আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: হরিণাকুন্ডুতে তাহাজ উদ্দীন মুন্সি নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা পিটিয়ে তার ডান হাত জখম করেছে।
শনিবার সকালে ব্যান্ডেজ করা হাত নিয়ে শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন তিনি। আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি হরিনাকুন্ডু উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি লিখিত অভিযোগ জানান, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে হরিনাকুন্ডু উপজেলার জিন্দার মোড় বাজারে সেলুনে যাচ্ছিলেন। এ সময় নৌকা প্রতীকের সমর্থক রাশিদুল্লাহ তাকে নৌকা প্রতিকের পক্ষে ভোট করার জন্য বলেন। তিনি অস্বীকার করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এক পর্যায়ে তাকে মারপিট করেন রাশিদুল্লাহ। এ ঘটনায় তিনি হরিণাকুন্ডু থানায় মামলা করতে গেলে থানার ওসি মামলা না নিয়ে জিডি করতে বলেন।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বাসুদেবপুর গ্রামের ইউসুফ আলী, রহিমপুর গ্রামের জানে আলম মন্টু, দুর্লভপুর গ্রামের আব্দুল ওহাব, কন্যাদহ গ্রামের রোকন উদ্দীন ও হরিনাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোকিমপুর গ্রামের আব্দুর রাজ্জাক লস্কর উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি আসামীদের গ্রেফতার ও নিজের নিরাপত্তা দাবী করেন।