কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর প্রয়াত দুই প্রায়োরেটি গ্রাহকের পরিবারের নিকট “এস্টিম ডিপোজিট” হিসাবের বিপরীতে ১৫ লক্ষ টাকার জীবন বীমা দাবী নিষ্পত্তি করেছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এন.সি. রুদ্র প্রয়াত গ্রাহকদের পরিবারের নিকট (নমিনি) এই চেক হস্তান্তর করেন।
বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।