বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের (বিইওএল) ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ‘রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল’ টানা ১৪ বারের মতো ভোজ্যতেল ক্যাটেগরিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করল।
গত শনিবার রাজধানীর ‘প্যান প্যাসিফিক সোনারগাঁও’ হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে দেয়া হয় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড। বিবিএফ বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড শুধু একটি স্বীকৃতি নয়, এটি ব্র্যান্ডের সুনাম, মানুষের ভালোবাসা ও প্রতিযোগিতায় এগিয়ে থাকার প্রতীক হিসেবে কাজ করে। সেইসঙ্গে এটি রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেলের শ্রেষ্ঠত্বের একটি বহিঃপ্রকাশ এবং দেশের সর্বস্তরের মানুষের জন্য অতুলনীয় মানের পণ্য নিশ্চিত করার ফলাফল। বিজ্ঞপ্তি