কর্পোরেট ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম, প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণ-আরএফএল-এর সাপ্লাইকারীদের ওয়ার্কিং ক্যাপিটালের যোগান সহজ করতে প্রাণ-আরএফএল গ্রুপ-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায়, প্রাণ-আরএফএল-এর সাপ্লাইকারীরা ১০ কোটি টাকা পর্যন্ত মর্টগেজ ফ্রি ওভার ড্রাফট লোন সুবিধা পাবেন। উল্লেখ্য প্রাণ-আরএফএল-এর সাপ্লাইকারীরা তাদের সরবরাহকৃত পণ্যের বৈধ চালানের বিপরীতে ঝামেলামুক্ত এই ক্রেডিট সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসার গতিত্বরান্বিত করতে পারবেন। প্রাইম ব্যাংক এবং প্রাণ-আরএফএল দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই চুক্তি প্রাণ-আরএফএল-এর সাপ্লাইকারীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রহমান এর উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং প্রাণ-আরএফএল গ্রুপ-এর ডিরেক্টর ফাইন্যান্স উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।